২২ এপ্রিল, ২০১৯ ১১:৫৫

‌শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে শোকাহত ক্রীড়া ব্যক্তিত্বরা

অনলাইন ডেস্ক

‌শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে শোকাহত ক্রীড়া ব্যক্তিত্বরা

ফাইল ছবি

গতকাল রবিবার সকালে রক্তাক্ত হলো শ্রীলঙ্কা। পরপর আট বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশটি। নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। যাদের মধ্যে আছেন বেশ কিছু পর্যটকও। ইস্টার সানডে'র সকালে ঘটে যাওয়া এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সানিয়া মির্জা ও ইয়ান মর্গানরা। শোকাহত ক্রীড়া ব্যক্তিত্বরা একের পর এক টুইট করেন। 

শচীন টেন্ডুলকার‌ টুইট করে লেখেন, শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে পরপর বিস্ফোরণের খবরে শোকাহত। ভালবাসা, উদারতা, সমবেদনা, এই শব্দ ও অনুভূতিকে কখনই ছাপিয়ে যেতে পারবে না ঘৃণা ও নাশকতা। 

বিরাট কোহলি লেখেন, শ্রীলঙ্কা থেকে যে খবর কানে আসছে, চমকে গেছি। এই নাশকতায় যারা, যারা ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত, তাদের পাশে আছি। প্রার্থণা করছি। 

ভি ভি এস লক্ষ্মণ লেখেন, শ্রীলঙ্কায় জঙ্গি হানার খবরে মর্মাহত। এই কঠিন সময়ে শ্রীলঙ্কার প্রতিটি মানুষের জন্য প্রার্থণা করছি।

রোহিত শর্মা লেখেন, এই মুহূর্তে আমার যাবতীয় চিন্তা এবং প্রার্থনা শ্রীলঙ্কাকে ঘিরে। কী অপূর্ব সুন্দর এক দেশ শ্রীলঙ্কা। 

সানিয়া মির্জা টুইট করে বলেন, এই বিশ্বে এসব কী হচ্ছে?‌ ঈশ্বর সবার পাশে থাকুক। বিশেষ করে শ্রীলঙ্কার পাশে। 

লোকেশ রাহুল বলেন, শ্রীলঙ্কায় পরপর বিস্ফোরণ!‌ খবরটা শুনে চমকে গেছি। ভীষণ খারাপও লাগছে। 

ইয়ান মর্গান লেখেন,‌ সকাল থেকে শ্রীলঙ্কায় যা ঘটছে, যে খবর ওখান থেকে আসছে, সত্যিই বিস্মিত। যারা ক্ষতিগ্রস্ত, তাদের কথাই ভাবছি। পাশে আছি।‌


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর