চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু সন্ত্রাসী হামলায় নিজ দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ হওয়ায় পাকিস্তানকে সতে বারণ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে পাকিস্তানের যুবাদের শ্রীলঙ্কা সফর পরিত্যক্ত হয়েছে।
গত রবিবার খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা করে সন্ত্রাসীরা। ওই হামলায় প্রায় সাড়ে তিনশ’ মানুষ নিহত হয়। এখনও সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। গতরাতেও শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাইয়ে এ ঘটনা ঘটে। শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।
দেশের এই ভয়াবহ অবস্থায় কোনো ক্রিকেট ম্যাচ আয়োজনের পক্ষে নয় শ্রীলঙ্কা বোর্ড। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে এসএলসি জানায়, ‘অনির্দিষ্টকালের জন্য সফর স্থগিত করা হয়েছে। এসএলসি’র পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ আমরা খেলার কোনো সুযোগ তৈরি করতে রাজি নই।’
শ্রীলঙ্কা সফরে দু’টি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের সূচি ছিল পাকিস্তানের। ম্যাচগুলোর ভেন্যু ছিলো গল ও হাম্বানটোটা। এজন্য ৩০ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল পাকিস্তানের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম