ইনস্টাগ্রামে রেফারি সম্পর্কে খারাপ মন্তব্য করে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের জন্য নির্বাসিত হলেন পিএসজি'র তারকা স্ট্রাইকার নেইমার। এর ফলে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের তিনটি ম্যাচে তাকে মাঠের বাইরে বসে থাকতে হবে।
পিএসজি'র সঙ্গে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুকূলে শেষ মুহূর্তে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ইনস্টাগ্রামে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার। শুধু তাই নয়, কুরুচিকর মন্তব্যও করেছিলেন। উয়েফার শৃঙ্খলারক্ষা কমিটির তদন্তে নেইমার দোষী সাব্যস্ত হয়েছেন।
চোটের জন্য এমনিতেই পিএসজি'র হয়ে একাধিক ম্যাচ খেলতে পারেননি নেইমার। চোট সারিয়ে ফিরলেও দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। তার উপর শাস্তির মুখে পড়তে হল নেইমারকে। বলা যায়, সময়টা ভাল যাচ্ছে না ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর