মেসির একমাত্র গোলে লা লিগার ২৬তম শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার রাতে লেভান্তের বিপক্ষে গোলটি করেন মেসি।
প্রথম একাদশে না থাকলেও মেসি ছাড়া যেন কাঙ্ক্ষিত গোলটি পাচ্ছিল না বার্সা। পরে কৌতিনহোকে তুলে নিয়ে মেসিকে পাঠান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। বদলি নেমে সেই লিওনেল মেসিই হলেন ত্রাতা। একমাত্র জয়সূচক গোলটি আসে তার পা থেকেই।
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম