বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার ফরহাদ রেজা। রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে আয়ারল্যান্ড সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে যা শুরু হবে আয়ারল্যান্ডের মাটিতে আগামী মাসে। বাংলাদেশ দল ১ মে দেশ ছাড়বে।
প্রসঙ্গত, গোড়ালির ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও বিশ্বকাপ কিংবা ক্রিদেশীয় কোনোটাই তাসকিনকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এতে কান্নায় ভেঙে পড়েনে তিনি। অপরদিকে ঘরোয়া ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে দীর্ঘদিন পর আলোচনায় আসেন অলরাউন্ডার ফরহাদ রেজা।
বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, কোচ স্টিভ রোডস এই দুই ক্রিকেটারকে আয়ারল্যান্ড সফরের দলে চেয়েছেন বলেই তাদের নেওয়া হচ্ছে।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৯/মাহবুব