কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গত শুক্রবারের নিয়ম রক্ষার ওই ম্যাচে কিরগিজদের ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকেট নিশ্চিত করেছিল বাংলার মেয়েরা।
বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন সানজীদা আক্তার। অপর গোলটি করেন কৃষ্ণা রানী সরকার। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সানজীদা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সানজীদা আক্তারকে নিয়েই হাজির হন কোচ গোলাম রাব্বানী ছোটন। ম্যান অব দ্যা ম্যাচ হয়ে কেমন লাগছে, জানাতে চাইলে সানজিদা বলেন, 'ভালো লাগছে যে, আজকে আমি ম্যান অব দ্যা ম্যাচ হয়েছি। আর আমাদের টিমের জেতার কথা ছিল। আমাদের তিন পয়েন্ট পাইতেই হইবো। আমরা তিন পয়েন্ট পাইছি আর আমাদের টিমও চ্যাম্পিয়ন (গ্রুপ চ্যাম্পিয়ন) হইছে।
এরপর এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, পুরস্কারের পাঁচশ' ডলার কী করবা? এমন প্রশ্নের জবাবে সানজীদা সরল উত্তরে জানান, 'উম... মানে, অ্যাকাউন্টে রাখবো।' এই উত্তরের পর প্রেস কনফারেন্সে উপস্থিত কেউ হাসি থামিয়ে রাখতে পারেননি। পরে সানজিদের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর