চ্যাম্পিয়নস লিগে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো আয়াক্স। সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে তারা। পাশাপাশি টটেনহ্যামের মাঠে গোল দেওয়ায় বাড়তি সুবিধাও ধরে রাখলো সর্বশেষ ১৯৯৪-৯৫ সালে আসরটির ফাইনাল খেলা দলটি।
টটেনহ্যামকে এ ম্যাচে হারিয়ে প্রথমবারের মতো ইংলিশ দলটির বিপক্ষে জয় তুলে নিল নেদারল্যান্ডসের ক্লাবটি। এর আগে দুবারের দেখায় সবকটিতে হেরেছিল তারা।
এদিন প্রতিপক্ষের মাঠে খেললেও প্রথম থেকে আধিপত্য বিস্তার করে আয়াক্স। ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই লিড নিতে সফল হয় তারা। হাকিম জিয়েচের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে গোলটি করেন দোনে ফন দে বিক।
বিরতির পর ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক টটেনহ্যাম। তবে আয়াক্সের শক্ত ডেফেন্সর কাছে পেরে ওঠেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
আয়াক্স আগামী ৮ মে ঘরের মাঠে দ্বিতীয় লেগে টটেনহ্যামকে আতিথেয়তা জানাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ