বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোর শাস্তি কাটানোর পরে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই ছিল স্টিভ স্মিথের সবচেয়ে বড় চ্যালঞ্জ। সেই লক্ষ্যে আইপিএল তাকে সাহায্য করেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ। তিনি মঙ্গলবারই আইপিএলের এ মৌসুমের শেষ ম্যাচ খেলে ফিরছেন দেশে।
স্মিথ বলেছেন, ‘‘আমার কাছে আইপিএল হল ক্রিজে সময় কাটানো এবং সেরা প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা। আমার মনে হয়, টি-টোয়েন্টি ক্রিকেট ৫০ ওভারের ম্যাচের জন্য প্রায় প্রস্তুত করে দেয়। এরপরে আমি দেশে ফিরে যাচ্ছি। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলব নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপরে আরও কয়েকটি প্র্যাক্টিস ম্যাচ খেলে ইংল্যান্ডে উড়ে যাব।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ