বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর ছুটিতে দারুণ কিছু সময় পার করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর আনন্দের সেই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন অজি তারকারা। শুধু তাই নয়, শন মার্শ ও নাথান কালটার দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার আনন্দে ইনস্টগ্রামে সন্তানের ছবি পোষ্ট করেন।
বিশ্বকাপের আগে ছুটির দিন গুলোতে পরিবারের সান্নিধ্য পেয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার মতো উসমান খাজাও পরিবারকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। সম্প্রতি ইনজুরির কারণে পুনর্বাসনে থাকা মিচেল স্টার্কও পুরো গ্রীষ্মে থাকেন পরিবারের সঙ্গে। পাশাপাশি অস্ট্রেলিয়ার গলফার চ্যাম্পিয়নদের সাথে গলফ খেলায় মেতে উঠেন এ তারকা পেসার।
এদিকে, প্রিয় মানুষকে নিয়ে ফ্রান্সের প্যারিস ঘুরে ইনস্টগ্রামে ছবি পোষ্ট করেছেন হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। আর আইপিএল থেকে ফিরেই পরিবারের সাথে দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নেন ডেভিড ওয়ার্নার।
তবে সতীর্থদের চেয়ে একেবারে ভিন্ন আমেজে ছুটি কাটিয়েছেন শন মার্শ। নিজের দ্বিতীয় সন্তান জন্মের পর, অনেকটা হেসে খেলে পরিবারকে নিয়ে পছন্দের জায়গা গুলোতে বেড়িয়েছেন অস্ট্রেলিয়ান। নাথান কালটারও দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তাইতো এ খুশিতে নিজের কন্যা নেভির ছবিটি ইনস্টগ্রামে পোষ্ট করতে ভুলেননি তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ