বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী সবগুলো দলই ঘোষণা করেছে নিজেদের সেরা দলটা। চলছে ইংল্যান্ডগামী সেই স্কোয়াডের চুলচেরা বিশ্লেষণও। এবার সেই তালিকায় এবার যোগ দিলেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি।
তার মতে, এবারের বিশ্বকাপ হবে বেশ জমজমাট। কোন দলের পক্ষেই সহজ হবে না। কারণ, এবারের বিশ্বকাপে দশটি দলই খেলবে রাউন্ড রবিন লিগে। প্রতিটি দলকেই একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। সেক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে।
তবে এবারের বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির কালো ঘোড়া ওয়েস্ট ইন্ডিজ। এ প্রসঙ্গে সৌরভের যুক্তি, "আন্দ্রে রাসেল, কী ফর্মে রয়েছে! আমি বলছি, এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুরন্ত দল। রাসেল, সাই হোপ, ক্রিস গেইল, ওসানে থমাস এবং সঙ্গে আরও অনেকে রয়েছে। আমার মতে, ওয়েস্ট ইন্ডিজ ডার্ক হর্স। এবং যেভাবে রাসেল খেলছে তাতে আমার মনে হয়, এবার ও(রাসেল)অনেক পার্থক্য গড়ে দেবে।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ