ধোনির অবসরের পর চেন্নাইয়ের অধিনায়ক কে হবেন? রায়নার পাল্লাই ভারি। বাঁহাতি ব্যাটসম্যান নিজেই দিচ্ছেন ইঙ্গিত। চলতি আইপিএলে দুটো ম্যাচ ধোনি খেলতে পারেননি। জ্বর ও কোমরে টান ধরায়। দুটি ম্যাচেই অধিনায়কত্ব করেছিলেন রায়না। কিন্তু দুটি ম্যাচেই চেন্নাইকে হারতে হয়েছে।
তবুও রায়না বলছেন, সম্ভবত ধোনির অবসরের পর তাকেই করা হবে অধিনায়ক। রায়নার কথায়, ‘অধিনায়ক ধোনিকে না পাওয়াটা যত বড় সমস্যা। তার চেয়েও বড় হল ব্যাটসম্যান ধোনিকে না পাওয়া। হায়দরাবাদ ও মুম্বাই ম্যাচে ঠিক সেটাই হয়েছে। ব্যাটসম্যান ধোনিকে আমরা মিস করেছি। ধোনি ব্যাট করতে এলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি হয়। আর সে দলে না থাকলে পার্থক্যটা চোখে পড়ে।’
এরপরেই রায়নার সংযোজন, ‘গত কয়েক বছর ধরে ব্যাটসম্যান ও মেন্টর ধোনি চেন্নাইকে সাফল্য এনে দিয়েছে। আগামীদিনে হয়ত আমাকেই অধিনায়ক করা হবে। কিন্তু ধোনি যতদিন আছে ওই চেন্নাইয়ের সব।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর