ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আলেকসান্দ্রো লাকাজেত্তে আর্সেনালের জয়ে জোড়া গোল করেন। এছাড়া ম্যাচের শেষ দিকে পিয়েরি এমেরিক-আউবামেয়াং একটি গোল করে বড় জয় নিশ্চিত করেন। যদিও খেলার শুরুতে মোউচতার দিয়াকহাবি গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিয়েছিলেন।
আগামী ৯ মে ফিরতি লেগে ফের মুখোমুখি হবে দুই দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ