গত এক যুগ ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন আমাদের গ্রহের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের মধ্যে কে সেরা তাই নিয়ে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু অন্তত ফুটবলের স্বার্থে এবার দুই মহাতারকার তুলনা বন্ধ রাখতে অনুরোধ করেছেন মারিও বালোতেল্লি।
রোনালদো-মেসি দুজনকেই বিশ্বের সেরা মনে করেন বালোতেল্লি। তাই তাদের মধ্যে তুলনায় আপত্তি ২৮বছর বয়সী এই তারকার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইতালিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘ফুটবলের ভালোর জন্য দয়া করে মেসির সঙ্গে জুভেন্টাস নাম্বার সেভেনের (রোনালদোর) তুলনা করবেন না।’
উল্লেখ্য, বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে বালোতেল্লির সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। যার মধ্যে চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোলটি করে কাতালানদের হয়ে ৬০০তম গোলের চূড়ায় উঠেছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের নৈপুণ্যে বার্সাও প্রথম লেগে এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে।
এর আগে শনিবার রোনালদোও পেয়েছিলেন ৬০০তম গোলের দেখা। মেসির মাইলফলক অবশ্য একটি ক্লাবের হয়ে। আর পর্তুগিজ উইঙ্গার গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ