সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে স্বাগতিক আইরিশদের ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার ডাবলিনের মালাহাইডে বৈরি আবহাওয়ার কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
কিন্তু এরপর বেন ফোকসের অপরাজিত ৬১ রান আর টম কুরানের অপরাজিত ৪৭ রানের দুটি অসাধারণ ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দেন।
আইরিশদের হয়ে ১০ ওভার বল করে ৪৫ রান খরচে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন জশুয়া লিটল।
এর আগে, ইংলিশ পেসার লিয়াম প্ল্যাঙ্কেটের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। নতুন বলে সুইংয়ের পসরা সাজিয়ে বসা প্ল্যাঙ্কেট শেষ পর্যন্ত ৩৫ রানে তুলে নেন ৪ উইকেট।
আইরিশদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান আসে পল স্টার্লিংয়ের (৩৩) ব্যাট থেকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ