ইতালির সিরি-এ তে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে জুভেন্টাস। ঘরোয়া লিগে শুক্রবার তোরিনোর বিরুদ্ধে ডার্বিতে নেমেছিল রোনালদোরা। তোরিনোর বিরুদ্ধে সম্মানের ডার্বিতে পিছিয়ে পরেও রোনালদোর গোলে মান বাঁচাল জুভেন্টাস।
৮৪ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান রোনালদো। এই গোলটি করার সঙ্গে সঙ্গেই ফুটবল ক্যারিয়ারের হেডে গোল করার সেঞ্চুরি মাইলস্টোন স্পর্শ করলেন সিআর সেভেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর