রবিবার শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গ্রু পর্বের খেলা।
আট দলের অংশগ্রহণে তুমুল লড়াইয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
প্লে অফে ওঠা চারটি দল নিয়ে আগামী ৭ মে থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
প্লে অফের সময়সূচি
প্রথম কোয়ালিফায়ার
৭ মে: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, রাত ৮টা )
এলিমিনেটর
৮ মে: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বিশাখাপত্তনম, রাত ৮টা)।
দ্বিতীয় কোয়ালিফায়ার
১০ মে: ১ম কোয়ালিফায়ারের পরাজিত বনাম এলিমিনেটরের জয়ী (বিশাখাপত্তনম, রাত ৮টা)।
ফাইনাল
১২ মে: ১ম কোয়ালিফায়ারের জয়ী বনাম ২য় কোয়ালিফায়ারের জয়ী (হায়দরাবাদ, রাত ৮টা)।
বিডি প্রতিদিন/কালাম