আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন, সেই ফর্ম ধরে রেখেই এবার দেশের জার্সিতে নজর কাড়লেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। আর্চারের দুরন্ত বোলিংয়ের সুবাদে বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
গতকাল রবিবার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার ফখর জামান ৭ রানে সাজঘরে ফিরলেও অপর ওপেনার বাবর আজম দুরন্ত অর্ধশতরান করে দলের হাল ধরেন। ৩টি ছয় ও ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রানের ইনিংস খেলেন বাবর। মিডল অর্ডারে ৩৬ বলে মারকাটারি ৫০ রান করেন হ্যারিস সোহেল।
বাবর ও হ্যারিসের অর্ধশতরানে ভর করেই নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে বল হাতে দুরন্ত পারফর্ম্যান্স করেন আর্চার। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে উইকেট পেয়ে ছন্দে ছিলেন। দেশের জার্সিতে এবার টি-টোয়েন্টি অভিষেকে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন জোফরা। অন্যদের মধ্যে টম কারন ও জর্ডন ১টি করে উইকেট নেন।
১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মর্গ্যানের অপরাজিত ৫৭ ও জো রুটের ৪৭ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। রুট-মর্গ্যান ছাড়া ওপেনার জেমস ভিন্স ৩৬ রান করেন। হাসান আলি, ইমাদ ওয়াসিমদের বিরুদ্ধে অবশ্য কষ্ট করেই শেষ ওভারে ম্যাচ জিততে হয় ইংল্যান্ডকে।
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ৮ মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ৮ মে ওভালে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর