অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজের ব্রেকথ্র এনে দিলেন সাকিব আল হাসান। ২৭ ওভার শেষে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ্যা ১৩০। এজন্য তাদের ওপেনার সুনিল অ্যামব্রিস এবং ড্যারেন ব্রাভোকে হারাতে হয়েছে।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশ সময় পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
উদ্বোধনী জুটিতে এগিয়ে যাচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম ঘণ্টায় সে ইঙ্গিতই দিয়েছিলেন দুই ওপেনার শাই হোপ এবং সুনিল অ্যামব্রিস। ১৬ ওভারে বিনা উইকেটে তারা যোগ করে ফেলেছিলেন ৮৫ রান।
তবে পানি পানের বিরতির পর আক্রমণে এসে নিজের দ্বিতীয় বলে সুনিল আমব্রিসকে ফিরিয়ে ৮৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন এই অফ স্পিনার।
সপ্তদশ ওভারে আক্রমণে আসেন মিরাজ। প্রথম বলটি ছিল খুব বাজে। ব্যাকফুট পাঞ্চে বাউন্ডারি হাঁকান আমব্রিস। পরের বলে একটু বেরিয়ে এক্সট্রা কাভার দিয়ে তুলে দিতে চেয়েছিলেন এই ওপেনার। লাফিয়ে দারুণ দক্ষতায় ক্যাচ মুঠোয় জমান মাহমুদউল্লাহ। ৫০ বলে চারটি চারে ৩৮ রান করে ফিরেন আমব্রিস।
ঠিক পরের ওভারেই ড্যারেন ব্রাভোকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন সাকিব আল হাসান। ব্রাভো আউট হয়েছেন ৪ বলে মাত্র ১ রান করে।
অ্যামব্রিস আউট হলেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ খেলছেন সাবলীলভাবে। হোপ খেলছেন ৮৫ বলে বলে ৬৪। নতুন নামা রস্টোন চেজ ২১ বলে করেছেন ২০ রান।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৯/আরাফাত