পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ভণ্ড, স্বার্থপর ও ব্যর্থ মন্তব্য করে দেশটির সাবেক ওপেনার ইমরান ফরহাত বলেছেন, তিনি এখন 'পীরবাবার' ছদ্মবেশ ধারণ করেছে।
শহীদ আফ্রিদির আত্মজীবনী 'গেম চেঞ্জার' বইয়ের বিভিন্ন বিষয়বস্তু যখন একের পর এক নতুন আলোচনার জন্ম দিচ্ছে, ঠিক তখনই আফ্রিদিকে নিয়ে তীব্র ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করে বসলেন তারই এক সময়কার সতীর্থ ইমরান ফরহাত।
গত সপ্তাহের শুরুতে ভারত-পাকিস্তানে প্রকাশিত হয়েছে শহীদ আফ্রিদির আত্মজীবনী 'গেম চেঞ্জার'। এতে ভারত-পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার এবং পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন আফ্রিদি। পাশাপাশি নিজের আসল বয়স, ২০১০ সালে আমিরদের স্পট ফিক্সিং নিয়ে চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি নারীদের ঘর থেকে বের হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
টুইট বার্তায় ইমরান বলেন, আফ্রিদির একজন গর্বিত পাকিস্তানি হিসেবে তার এসব বিষয় ছাপানো উচিত হয়নি। বইয়ে সে যা বলেছে তা ভুয়া, মিথ্যা ও বানোয়াট। সে-ই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছে। এখন নিজেকে বাঁচাতে আবোল-তাবোল বলে যাচ্ছে। ছলচাতুরির আশ্রয় নিয়েছে।
পাকিস্তান ক্রিকেটের এ বাজে পরিণতির জন্য আফ্রিদি অনেক বেশি দায়ী মন্তব্য করে পাকিস্তানের সাবেক এই ওপেনার আরও বলেন, আফ্রিদি স্বীয় স্বার্থে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করেছে। পুরো পাকিস্তান দলকে নষ্ট করেছে। সে মানুষকে বোকা বানিয়ে নিজের দিকে সব আলো কেড়ে নিচ্ছে। ১৫ বছর তার সঙ্গে ছিলাম। নিজ স্বার্থের জন্য সবাইকে পুরো পাগল বানিয়ে ছাড়ত ও। পাকিস্তান ইতিহাসে সবচেয়ে খারাপ কোনো ক্রিকেটার থাকলে সবার আগে ওর নাম আসা উচিত। শুনলে অবাক হবেন স্পন্সরের সাহায্যে বোর্ডকে ব্ল্যাকমেইল করতো সে।
এ বাঁহাতি ওপেনারের আকুল আবেদন, আফ্রিদি সবাইকে বোকা বানাচ্ছে। আপনারা আমার কথা বিশ্বাস করুন। তার কোনো অর্জন নেই। সে অন্যদের শুধু নিজের স্বার্থে ব্যবহার করে। পাকিস্তান দলে যত সমস্যা হয়েছে সবকিছুর জন্য দায়ী ও। আমার কাছে এ ভণ্ড পীরবাবার ব্যাপারে বলার মতো অনেক গল্প রয়েছে। কারণ একসঙ্গে খেলেছি অনেক বছর। সে রাজনীতিবিদ হওয়ার যোগ্য। পীরের ছদ্মবেশ ধরে আছে। যাদের বিরুদ্ধে আফ্রিদি বইয়ে লিখেছে, সবাইকে অনুরোধ করব আপনারা এ স্বার্থপর ক্রিকেটারের সব সত্য জনসম্মুখ্যে প্রকাশ করুন।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৯/মাহবুব