ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসানের ব্যাটে ভর করে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট উইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ম্যাচে ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। তবে টাইগারদের বিপক্ষে হারা ম্যাচেও জ্বলে উঠেছেন ক্যারিবিয়ান তারকা শাই হোপ।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। জো ক্যাম্পবেলের সঙ্গে জুটি বেধে গড়েছেন উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ডও (৩৬৫ রান)। এবার দ্বিতীয় ম্যাচে নামের পাশে আরো দু’টি রেকর্ড যোগ করলেন এই বিধ্বংসী ওপেনার।
ক্যারিবিয়ানদের হয়ে সবচেয়ে কম ইনিংসে ২০০০ রানের ঘর ছুঁয়েছেন এই ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ২০০০ রান ছুঁতে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ডসের লেগেছিল ৪৮ ইনিংস। হোপ এক ইনিংস কম খেলে এই মাইলফলকে পৌঁছে যান। ডাবলিনে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ব্যাট করার সময় এই মাইলফলক গড়েন হোপ।
এছাড়া এই ডানহাতি ব্যাটসম্যান আরেকটি রেকর্ডেও ছাড়িয়ে গেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে। ক্যারিবিয়ানদের মধ্যে সবচেয়ে কম বয়সে ২০০০ রান ছুঁয়েছেন হোপ। অভিষেকের ২ বছর ১৭৩ দিনের মাথায় রেকর্ডটি গড়লেন তিনি। লারার লেগেছিল ২ বছর ৩৬১ দিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ