আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। এমন সময় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। আঙুলের চোটের কারণে প্রোটিয়াদের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন পেসার আনরিখ নর্জে।
নেটে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন চারটি ওয়ানডে খেলা এই পেসার। এই চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। নর্জের চোটে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন মরিস। ৩২ বছর বয়সি অলরাউন্ডার সবশেষ ওয়ানডে খেলেছেন অবশ্য গত বছরের ফেব্রুয়ারিতে। তবে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন।
আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ