অ্যানফিল্ডে মঙ্গলবার লিভারপুলের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবারের মতো বিদায় নিল বার্সেলোনা। যন্ত্রণাবিদ্ধ লিওনেল মেসি কান্নায় ভেঙে পড়েন ড্রেসিংরুমে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ম্যাচের মধ্যেই বিষণ্ণ হয়ে পড়েছিলেন বার্সেলোনার মহাতারকা। ড্রেসিংরুমে ফেরার পরে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। তাকে সামলান সতীর্থ লুইস সুয়ারেজ। তারপর তাকে ডোপ পরীক্ষার জন্য ডেকে নেন উয়েফার কর্মকর্তরা। ফলে মেসিকে ছেড়ে বার্সেলোনার বাকি সদস্যরা চলে যান বিমানবন্দরে। পরে মেসি তাদের সঙ্গে যোগ দেন।
কিন্তু সেখানেও অপেক্ষা করছিল ক্ষুব্ধ বার্সা-সমর্থকেরা। তাদের সঙ্গে সামান্য উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় মেসির। যদিও দ্রুততার সঙ্গে মেসিকে বিমানবন্দরের ভিতরে নিয়ে চলে যান নিরাপত্তারক্ষীরা। পরে সুয়ারেজ জানান, সমর্থকদের ক্ষোভ অত্যন্ত সঙ্গত।
তিনি বলেছেন, ‘‘আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ভক্তদের কাছে। তাদের সমস্ত রাগ, অভিমান, সমালোচনা আমরা নতমস্তকে স্বীকর করছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা চারটি গোলই খুব বাজে হজম করেছি। বিশেষ করে চতুর্থ গোলটা যে ভাবে হয়েছে, তা দেখে মনে হয়েছিল আমাদের ডিফেন্ডাররা যেন স্কুলের পড়ুয়া। এই অবস্থায় সমর্থকদের সমস্ত সমালোচনা আমাদের মেনে নিতেই হবে।’’
তবে প্রাক্তন লিভারপুল তারকা এ-ও মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমরাও কিন্তু রক্তমাংসের মানুষ। বিদায়ের শোকে আমরাও স্তব্ধ। এই মুহূর্তে আত্মসমীক্ষায় বসা উচিত সকলের।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ