২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সকে বিশ্বকাপ জেনানোর পাশাপাশি নিজেও জিতেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান তারকার পুরস্কার। জিতেছেন ব্যালন ডি’অর।
এদিকে লিগ ওয়ানে এ মৌসুমেই সর্বোচ্চ ৩২ গোল করে এরই মধ্যে আসরের সেরা তরুণ কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি জিতে নিয়েছেন এই সুপারস্টার।
ব্যালন ডি’অরেও তাকে ফেভারিট দেখছে কেউ কেউ। তবে তাদের মতে, ‘এখনো সব কিছুতে মেসিই এগিয়ে।’
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে মেসির বার্সেলোনা বিদায় নেওয়াতেও এই শ্রেষ্ঠত্বের কোনো বদল দেখছেন না তারা।
এমবাপ্পে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ে কিছু যায় আসে না। মেসি দেখিয়েছে এ বছর সে-ই সেরা। সেই এবারের ব্যালন ডি’অরের ফেভারিট।’
ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার দৌড়েও এই মেসির কাছেই পিছিয়ে এখনো ফরাসি তারকা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন