ক্লাবের ফলাফল যাই হোক ব্যক্তিগত পারফরম্যান্সে সদা উজ্জল ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার এমনটা হয়নি! গত এক দশকে এমন বাজে মৌসুম কখনো কাটাননি পর্তুগিজ এই তারকা। জুভেন্টাসের জার্সিতে প্রথম মৌসুমটি এক দশকের মধ্যে কম গোলে শেষ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর প্রায় প্রতিটি মৌসুমেই ক্লাবের হয়ে গোল বন্যায় নিজেকে ভাসিয়েছেন রোনালদো। এবার জুভেন্টাসের হয়ে ৪৩ ম্যাচে সিআরসেভেন গোল পেয়েছেন মাত্র ২৮টি। গত দশ বছরে যা তার সর্বনিম্ন গোলের রেকর্ড।
এর আগে রিয়াল মাদ্রিদে গত নয় বছরে কখনো ৩৩ গোলের নিচে মৌসুম শেষ করতে হয়নি রোনালদোকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ