আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। ফুটবলের জমজমাট এ আসরে নেইমারের পরিবর্তে ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দানি আলভেজ।
সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতি দিয়ে জানায় এবারের কোপা আমেরিকায় নেইমার নন ৩৬ বছর বয়সী দানি আলভেজ ব্রাজিলকে নেতৃত্ব দেবেন।
ইতোমধ্যে স্বাগতিক ব্রাজিলসহ দল ঘোষণা করছে অংশ নেওয়া দলগুলো। দল ঘোষণার সময় ব্রাজিল দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল নিয়মিত অধিনায়ক নেইমারকে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, শনিবার নেইমারের সাথে যোগাযোগ করেই ব্রাজিল কোচ টিতে এই সিদ্ধান্ত নেন।
দক্ষিণ আমেরিকার দশ দল আর এশিয়া থেকে অতিথি হিসেবে দুই দলকে নিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার আসর। এর মধ্যেই সব দেশেই তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
বর্তমানে নেইমার পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেজ্ঞায় আছেন। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থকের মারধরের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়।
আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। ৭ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন