কিছুদিন আগেই নেইমারের নাম স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন কোচ তিতে। অথচ আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগেই অধিনায়কত্ব হারালেন তিনি। তার স্থলাভিষিক্ত হিসেবে বেছে নেয়া হয়েছে দানি আলভেসকে।
ঘরের মাটিতে এই কোপা আমেরিকা শুরুর আগেই ইনজুরিতে পড়েছেন নেইমার। মঙ্গলবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। অধিনায়ক থেকে বাদ পড়লেও দলের সেরা খেলোয়ার ছিলেন নেইমার। তাই তার ইনজুরির সংবাদে ধাক্কা খেলে ব্রাজিল।
বর্তমানে নেইমার পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থককে মারধরের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেইমার আপিল করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম