বিশ্বকাপ শেষে মধ্য জুলাইয়ে মেয়াদ শেষ হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক এবং প্রধান কোচ মিকি আর্থারের। কিন্তু তাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। আগামী জুলাই মাসে ইনজামামের সঙ্গে পিসিবির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তার জায়গায় প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক আমির সোহেলকে বিবেচনা করা হচ্ছে।
দলটির সাবেক অধিনায়ক আমির সোহেল বিশ্বকাপের পরই দায়িত্ব বুঝে নেবেন জানিয়ে পিসিবির একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইর উল্লেখ করেছেন, একই সময়ে প্রধান কোচও নিয়োগ দেবে পিসিবি। তবে এ পদে দেশি না বিদেশি কাউকে যোগদান করানো হবে-এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
তবে অন্য একটি সূত্র জানায়, বোর্ডের একটি পক্ষ বিশ্বকাপের পর ইনজামামকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে আলোচনা করছে। ইনজি বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে আছেন। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত সেখানে থাকবেন তিনি। সব ম্যাচে পাকিস্তানের চূড়ান্ত একাদশ নির্বাচনে যুক্ত থাকবেন।
সূত্রটি আরও জানায়, বিশ্বকাপের আগে আর্থারের কাছে পিসিবি জানতে চেয়েছিল দ্বিতীয় মেয়াদে কোচ থাকবেন কিনা? তবে পরিষ্কার কিছু বলেননি দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার। এখন সব মনোযোগ দিতে চান মেগা ইভেন্টে। শেষ পর্যন্ত যিনিই কোচ হন না কেন, নিজেদের মতো করে স্টাফ সাজাতে পারবেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম