আবার পোশাকে চমক সেরেনা উইলিয়ামসের। এবার ফরাসি ওপেনের মঞ্চে। গত বছরও ফ্রেঞ্চ ওপেনেই ব্ল্যাক প্যান্থার ক্যাটস্যুট পরে এসেছিলেন সেরেনা যা নির্বাসিত করা হয়েছিল। এবারও তিনি পরে এলেন যেখানে লেখা রয়েছে ‘মাদার, চ্যাম্পিয়ন, কুইন, গডেস'। ফরাসি ভাষায় লেখা রয়েছে সেরেনার ড্রেসে। উপরের কেপটা খুলে ফেলতেই সেরেনাকে পাওয়া গেল জেব্রা-স্ট্রাইপের প্রিন্ট ড্রেসে।
সেরেনার এই ড্রেস নিয়ে টুইটারে ফ্যানরা অবাক হন। সেরেনার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে রীতিমতো সাড়া পড়ে যায় ফ্যান মহলে। আমরিকান স্টার মেনে নেন এটাই তার রোলাঁ গারোর ড্রেস। অনেক বার্তা রয়েছে, আর এটাই সেরা।
৩৭ বছরের আমেরিকান প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। তিনি ২-৬, ৬-১, ৬-০তে হারিয়ে দেন রাশিয়ার ভিতালিয়া দিয়াচেঙ্কোকে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছান।
সোমবার ফরাসি ওপেনের প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েও জয় তুলে নিলেন সেরেনা উইলিয়ামস। তিনি ২-৬, ৬-১, ৬-০তে হারিয়ে দিলেন রাশিয়ার ভিতালিয়া ডিয়াচেঙ্কোকে। ৩৭ বছরের সেরেনা মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্লামের রেকর্ডকে ছোয়ার ঠিক আগেরর পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই লক্ষ্যে দৌঁড় শুরু করলেন ক্যারিয়ারের ৮০০তম ম্যাচটি জিতে। উইলিয়ামস ২০০২, ২০১৩ ও ৩০১৫ তে প্যারিসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শেষ ৩২-এর জন্য সেরেনাকে খেলতে হবে জাপানের কুরুমি নারা অথবা স্লোভেনিয়ার দালিলা জাকুপোভিচের বিরুদ্ধে।
প্রথম সেট হারের পর তার ফ্যানদের সাময়িক চিন্তায় ফেলে দিয়েছিলেন সেরেনা। সেরেনা বলেন, আমি অনেক কিছু নিয়েই কাজ করেছি, জেতার পর আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এবং পা মুভ করা বন্ধ করে দিয়েছিলাম। পা পুরোপুরি আটকে গিয়েছি। তারপরই মনে হলো আমাকে কিছু করতে হবে।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৯/আরাফাত