আর্সেনালকে উড়িয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে নিল চেলসি। শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করলেন এদেন আজার। জালের দেখা পেলেন অলিভিয়ে জিরুদ ও পেদ্রো।
আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে ফাইনালে ৪-১ গোলে জিতে চেলসি। ক্লাব পর্যায়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এটা তাদের দ্বিতীয় শিরোপা। ২০১২-১৩ মৌসুমে প্রথমটি জিতেছিল দলটি।
২০১৮ সালের জুলাইয়ে আন্তোনিও কন্তের উত্তরসূরি হিসেবে যোগ দেওয়া সাররির অধীনে চেলসির এটা প্রথম শিরোপা। একই সঙ্গে ক্যারিয়ারে প্রথম বড় কোনো শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান এই কোচ।
বিডি প্রতিদিন/কালাম