টি-২০ বিশ্বকাপের আগে যথার্থ প্রস্তুতি মঞ্চ হতে পারত। তবে পরিস্থিতি না বদলালে ভারতের হাতছাড়া হতে পারে সেই সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আগে আগামী বছর পাকিস্তানে বসতে চলেছে এশিয়া কাপের আসর।
বিশ্বকাপের কথা মাথায়া রেখে ২০২০ এশিয়া কাপ হবে টি-২০ ফর্ম্যাটে। বাংলাদেশের মাটিতে ২০১৬ এশিয়া কাপও টি-২০ ফর্ম্যাটে খেলা হয়েছিল আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য। গত বছর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলা হয় ওয়ান ডে ফর্ম্যাটে।
গত দু’বারের চ্যাম্পিয়ন ভারতের অবশ্য আগামী এশিয়া কাপে অংশ নেওয়া নিশ্চিত নয়। কেননা সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের হাতে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়। এই মুহূর্তে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যে কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ।
পরিস্থিতি না বদলালে এসিসি’কে নিরপেক্ষ কেন্দ্রে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যেতে হতে পারে। ঠিক যেমনটা গত বছর ভারত আয়োজক হলেও পাকিস্তানের আপত্তিতে আমিরাতে সরে গিয়েছিল এশিয়া কাপ। একমাত্র তবেই ভারতের এশিয়া কাপ খেলা সম্ভব। ভারতকে ছাড়া বাণিজ্যিকভাবে টুর্নামেন্ট সফল হওয়া মুশকিল। তাই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়াটাও সংশয়ে দেখাচ্ছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ