একশো রানও ওঠেনি স্কোর বোর্ডে, এরই মধ্যে সাজঘরে ফিরতে হয়েছে ৯ পাকিস্তানি ব্যাটসম্যানকে। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে এভাবে ব্যাটসম্যান হারিয়ে চরম বিপর্যয়ে পাকিস্তান। ইনিংসের মাত্র ১৯.৩ ওভারে দলীয় ৮৩ রানে ৯ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলটি।
ওয়েস্ট ইন্ডিজের সোনালী দিনের সেই পেস আক্রমণই যেন ফিরে এলো ট্রেন্ট ব্রিজে। যে ঝড়ে ৯ উইকেট এলোমেলো পাকিস্তান। আজ শুক্রবার টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।
বিডি-প্রতিদিন/শফিক