চেলসি ও জুভেন্টাসের সাবেক কোচ অ্যান্তোনিও কন্তেকে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলানের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি লুসিয়ানোর স্থলাভিষিক্ত হলেন। এই সপ্তাহের শুরুতে যাকে বরখাস্ত করেছে ক্লাবটি। লুসিয়ানো দুই বছর ছিলেন ইন্টারের সঙ্গে।
সিরি’আ লিগের সদ্য সমাপ্ত মৌসুমটি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ করেছে নেরাজ্জুরিরা। লিগের শেষ দিনে এম্পোলির বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে তারা।
কন্তে অবশ্য জুভেন্টাসের এক সময়কার খ্যাতিমান প্রধান নির্বাহী বেপে মারোতার সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন এখানে। তারা দুজন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জুভেন্টাসে একসঙ্গে কাজ করেছিলেন। তাদের টানা তিনটি লিগ শিরোপা জিতিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ