বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লীগ ২০১৮-১৯ মৌসুমের খেলায় রূপালী ব্যাংক উইমেন্স ক্রিকেট টিম ২য় স্থান অর্জন করেছে।
এর আগে, প্রথম বিভাগ উইমেন্স ক্রিকেট লীগ ২০১৪-১৫ মৌসুমে রূপালী ব্যাংক উইমেন্স ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে। পরবর্তীতে প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লীগ ২০১৫-১৬ মৌসুমেও রূপালী ব্যাংক উইমেন্স ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে। এ মৌসুমে রূপালী ব্যাংক ২য় স্থান অর্জন করার পথে লড়েছে শক্তিশালী আবাহনী, মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে।
বিডি-প্রতিদিন/শফিক