প্রথা ভেঙে টেস্ট ক্রিকেটেও এবার জার্সি বিপ্লব। আসন্ন অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাদা জামার পেছনে লেখা থাকবে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর।
সীমিত ওভারের ক্রিকেটে এই প্রথা চালু হলেও অবশেষে টেস্ট ক্রিকেটে এই নিয়ম চালু হতে চলেছে। ইংল্যান্ড দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এর মধ্যেই দলের অধিনায়ক জো রুটের নতুন জার্সি পরা ছবি দিয়ে ক্যাপশনে বলা হয়েছে, 'টেস্ট শার্টের পেছনে নাম ও নম্বর।'
চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার আসন্ন অ্যাসেজ সিরিজে ক্রিকেট কিটের আধুনিকীকরণ হতে চলেছে। এবার তা বাস্তবায়িত হচ্ছে। টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ভেঙে এই পরিবর্তন নিয়ে টুইটারে দ্বিধাবিভক্ত ক্রিকেটপ্রেমীরা। কারও মতে, 'জামার পেছনে লেখা নম্বর ও নাম কী সুবিধা দেবে তা বলতে পারব না। মনে হচ্ছে, বিজ্ঞাপনের কথা ভেবেই এই পরিবর্তন আনা হয়েছে।'
আবার কারও মনে হয়েছে, 'ক্রিকেট জার্সিতে খেলোয়াড়ের নাম থাকায় অসুবিধা নেই, কিন্তু ক্রিকেটে ইচ্ছে মতো নম্বর ব্যবহারের রীতির কোনো মানে বুঝতে পারি না। ওডিআই বা টি-২০ তে যদিও বা তা চলে, দয়া করে টেস্ট ক্রিকেটে বাদ দিন। নাম থাকুক, কিন্তু নম্বর বাদ দিন।'
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ