২৪ আগস্ট, ২০১৯ ১৩:৪২

ইশান্ত শর্মার দাপুটে বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

ইশান্ত শর্মার দাপুটে বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত ছবি

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার ২৯৭ রানে অলআউট ভারত ৷ ৯৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে ভারত করে ২৯৭ রান। ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের প্রথম ইনিংসের রানের থেকে এখনও ১০৮ রান পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জেসন হোল্ডারদের ৮ উইকেট নেই।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসের কারণ ইশান্ত শর্মা। এই নিয়ে ক্যারিয়ারে ৯ বারের জন্য পাঁচ উইকেট নিলেন তিনি। ১৩ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি ৷ তার বিষাক্ত ছোবলই কার্যত ক্যারিবায়নাদের কোনও প্রতিরোধ গড়তে দেয়নি।

এর আগে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত অজিঙ্ক রাহানের ৮১ ও রবীন্দ্র জাডেজার ৫৮ রানের সুবাদে ২৯৭ করে। ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকে।

ইশান্ত শর্মাকে বল হাতে সঙ্গ দেন বুমরাহ, শামি, জাদেজা। এরা তিনজনেই একটি করে উইকেট পেয়েছেন। এদিন ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান রোস্টন চেসের ৪৮।

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

সর্বশেষ খবর