মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। তারা যশোরের শামসুলহুদা ফুটবল একাডেমিকে ২-০ গোলের ব্যবধানে হারায়।
খেলার প্রথমার্ধের ৮ মিনিটে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির খেলোয়াড় শাকিল পেনাল্টিতে একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ১১ মিনিটে শাকিল দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করে। দ্বিতীয় আর্ধে কোন পক্ষই আর কোন গোল করতে পারেনি। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির খেলোয়াড়া শাকিল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, রুপালী মেশিনারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহাসিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর সভাপতি শেখ ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লাজুক, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।
আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায়, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করে। খেলায় মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষিরা, গোপালগঞ্জ,খুলনা ও যশোরের ২টিসহ মোট ৮ দল অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল