চট্টগ্রামে একমাত্র টেস্টের তৃতীয় দিনে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাট করতে পেরেছে মাত্র ১৩ মিনিট। স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ১১ রান। প্রথম ইনিংসে আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে বাংলাদেশ শেষ পর্যন্ত ২০৫ তুলতে সক্ষময় হয়। ফলে আফগানিস্তান পেয়েছে ১৩৭ রানের লিড। আফগান লেগ স্পিনার রশিদ খান ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মোহাম্মদ নবী।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে শুরুতেই চাপে ফেলে দেন সাকিব আল হাসান। প্রথম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন সাকিব। প্রথম বলে সাকিবকে চার মেরে শুরু করেছিলেন ইহসানউল্লাহ জানাত। এক বল পরই তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন সাকিব। অফ স্টাম্প থেকে ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে প্যাডে। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। পরের বলে আরও বড় উইকেট পান সাকিব। বাঁহাতি স্পিনার এবার ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহকে। সাকিবকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।
দলীয় ২৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান। নাঈম হাসানের শিকার হয়ে সাজঘরে ফেরেন হাসমাতুল্লাহ শাহিদি। তিনি করেন ১২ রান। এরপর ১০৮ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও আসগর আফগান। সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান (৫০)। এরপর আফগান ওপেনার ইব্রাহিম জাদরানেকে ৮৭ রানে সাজঘরে ফেরান নাঈম হাসান।
এরপর মোহম্মদ নবির উইকেট তুলেন নেন মেহেদি হাসান মিরাজ। নবি করেন ৮ রান। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। লিড নিয়েছে ৩৪৬ রানের। ব্যাটিংয়ে আছেন আফসার জাজাই (২০) ও রশিদ খান (২৪)।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ