১৯ তম গ্রান্ড স্লাম থেকে আর একধাপ দূরে রাফায়েল নাদাল। ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন এই টেনিস তারকা। গতকাল শুক্রবার পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে নাদাল হারান ইতালির মাতেও বেরেত্তিনিকে। খেলার ফল নাদালের পক্ষে ৭-৬, ৬-৪, ৬-১।
এই নিয়ে পাঁচবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন নাদাল। জিতেছেন তিনবার। এবার জিতলে চতুর্থ ইউএস ওপেন খেতাব হবে নাদালের। আগামীকাল রবিবার ফাইনালে নাদালের প্রতিপক্ষ রাশিয়ার পঞ্চম বাছাই ড্যানিল মেডভেডেভ।
প্রথমবার কোনও গ্রান্ড স্লামের ফাইনালে ওঠার পথে মেডভেডেভ হারান বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। যিনি আবার কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে দিয়েছিলেন। মেডভেডেভ জিতেছেন ৭-৬, ৬-৪, ৬-৩ ফলে।
ক্যারিয়ারের ২৭ নম্বর গ্রান্ড স্লাম ফাইনাল খেলতে নামবেন নাদাল। জিততে পারলে ১৯ নম্বর মেজর হয়ে যাবে স্প্যানিশ তারকার। সামনে শুধু রজার ফেডেরার (২০)। গত মাসে মন্ট্রিল ওপেনের ফাইনালে মেডভেডেভকে হারিয়েছিলেন নাদাল। রবিবার দু’জনের দ্বিতীয় সাক্ষাৎ হবে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ