চট্টগ্রামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে তৃতীয় দিন শেষে আফগানদের বিপক্ষে ৩৭৪ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। টাইগারদের হাতে আছে দুই দিন। সামনে কঠিন চ্যালেঞ্জ, তবুও ম্যাচে ফেরা অসম্ভব নয় বলে মনে করছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ক্রিকেট ইতিহাসে অনেক জেতা দল হেরেছে। আবার অনেক দল হারতে হারতে জিতে গেছে। ম্যাচে অসম্ভব কিছু করতে ব্যাটসম্যানদের অনেক দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে।
মিরাজ আরও বলেন, আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে। আমরা ভালো বোলিং করলেও উইকেট পেতে কষ্ট হয়েছে।চতুর্থ ইনিংসে ব্যাট করা অনেক কঠিন। ব্যাটসম্যানদের ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে বলেও জানান টাইগার এ অলরাউন্ডার।
চট্টগ্রাম টেস্টের লাগাম এখন আফগানিস্তানের হাতে। একমাত্র টেস্টে জয় বা ড্র কিংবা হার এড়াতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাট করতে হবে।
তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান। লিড এখন পর্যন্ত ৩৭৪ রানের। দিনশেষে আফসার জাজাই ৩৪ রান নিয়ে অপরাজিত আছেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ২টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। ১টি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন