ইতিমধ্যেই একবার সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছিলেন। বৈধতার পরীক্ষার পাশ করে সেবার আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অধিকার বজায় রেখেছিলেন। এবার পুনরায় চাকিংয়ের অভিযোগ ওঠায় নতুন করে পরীক্ষাগারে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজের পার্ট টাইম স্পিনার ক্রেগ ব্রাথওয়েটকে।
মূলত টপ অর্ডার ব্যাটসম্যান৷ তবে পার্টটাইমার হিসাবে অফস্পিন বোলিং করেন প্রয়োজন পড়লে। সাবাইনা পার্কে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে ২ ওভার হাত ঘোরান ব্রাথওয়েট। একটি উইকেটও তুলে নেন তিনি। তবে সেই দু’ওভারের মধ্যেই তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে মনে হয় ফিল্ড আম্পায়ারদের।
ম্যাচ অফিসনয়ালদের রিপোর্ট অনুযায়ী, আইসিসি বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজংমেন্টকে জানিয়েও দিয়েছে। নিয়ম মতে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ২৬ বছর বয়সি ক্রেগ ব্রাথওয়েটকে নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণের পরীক্ষা দিতে হবে, তবে যতদিন না ফলাফল সামনে আসছে, ততদিন আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং করা আটকাবে না।
২০১৭ সালের অগস্টে ব্রাথওয়েটের বিরুদ্ধে প্রথমবার চাকিংয়ের অভিযোগ এনেছিলেন আম্পায়াররা। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ফিল্ড আম্পায়াররা৷ তবে সেবার তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণতি হওয়ায় প্রতিবন্ধকতা জারি হয়নি অন্তর্জাতিক ক্রিকেটে বল করার উপর।
ক্রেগ ব্রাথওয়েট ৫৮টি টেস্টে মাঠে নেমে মোট ১৮টি উইকেট সংগ্রহ করেছেন। ১০টি ওয়ান ডে ম্যাচে তার উইকেট সংখ্যা মাত্র ১টি। সব মিলিয়ে ফার্স্ট ক্লাস ম্যাচে ২৬ ও লিস্ট-এ ম্যাচে ৬টি উইকেট রয়েছেন ক্রেগ ব্রাথওয়েটের ঝুলিতে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ