ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে প্রোটিয়া পেসার রাবাদা বলেন, ‘‘এই সিরিজে দেখে নিতে চাই বিশ্বের সেরা দলের বিরুদ্ধে আমরা কোন জায়গায় আছি। ভারতীয় দলটা বেশ কিছু বছর ধরেই সাফল্য পাচ্ছে। আমাদের দলে কয়েকটা পরিবর্তন হয়েছে। অনেক তরুণ ক্রিকেটার এসেছে। ভারতে আগে যারা খেলেনি, তাদের সামনে এটা বড় চ্যালেঞ্জ।’’
কোহলির বিরুদ্ধে খেলতে নামার আগে কী পরামর্শ দেবেন জুনিয়র ক্রিকেটারদের? রাবাদার জবাব, ‘‘কোহলি একজন যোদ্ধা। আমরা তাই মাঠে নামব খোলা মনে খেলতে। মনে কোন ভয় রাখলে চলবে না। আমি তো বলব, মজা করো, মাঠে নিজেকে উজাড় করে দাও। আর বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করো।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ