চট্টগ্রামে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে সিরিজের একমাত্র টেস্ট হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এই লজ্জার হারে আইসিসি টেস্ট র্যাংকিং-এ ৪ রেটিং হারিয়েছে সাকিববাহিনী। তবে এক জয়ে ৩০ রেটিং বেড়েছে ক্রিকেট ইতিহাসে তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তানের। বর্তমানে বাংলাদেশের রেটিং ৬১, আফগানিস্তানের ৫৫। অর্থাৎ দু’দলের পার্থক্য এখন মাত্র ৬।
ভবিষ্যতে টেস্টে বাংলাদেশের হার, আফগানিস্তানের জয় চলতে থাকলে শিগগিরই টাইগারদের র্যাংকিং-এ টপকে যাবে আফগানরা। রেটিং কমলে-বাড়লেও, র্যাংকিং-এ বাংলাদেশ নবম ও আফগানিস্তান ১০ম স্থানে রয়েছে। চট্টগ্রাম টেস্ট শেষে আইসিসি’র সর্বশেষ র্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
ব্যাট-বলের দুর্দান্ত পাফরমেন্সে সিরিজের একমাত্র টেস্টের পুরো পাঁচদিনই আধিপত্য বিস্তার করে খেলেছে আফগানিস্তান। বৃষ্টির কারণে আফগানদের নিশ্চিত জয়টিও শেষ হয়ে যাচ্ছিলো। কিন্তু পঞ্চম ও শেষ দিনের বিকেলে বৃষ্টি কমে গেলে খেলা শুরু হলে এক ঘণ্টা ১০ মিনিট খেলার সময় পায় দু’দল। আর ওই সময়ের আগেই জয় তুলে নেয় আফগানিস্তান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন অধিনায়ক রশিদ খান। বল হাতে ১১ উইকেট ও ব্যাট হাতে ৭৫ রান করে এই ম্যাচের সেরা খেলোয়াড় হন রশিদ।
চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশের রেটিং ছিল ৬৫। আফগানিস্তানের ছিল ২৫। টেস্ট হেরে রেটিং হারিয়েছে টাইগাররা। চোখে পড়ার মত রেটিং বেড়েছে আফগানদের।
১১৫ রেটিং নিয়ে সবার উপরে আছে ভারত।
আইসিসি টেস্ট র্যাংকিং :
র্যাংকিং দল রেটিং
১ ভারত ১১৫
২ নিউজিল্যান্ড ১০৯
৩ দক্ষিণ আফ্রিকা ১০৮
৪ ইংল্যান্ড ১০৫
৫ অস্ট্রেলিয়া ৯৮
৬ শ্রীলংকা ৯৫
৭ পাকিস্তান ৮৪
৮ ওয়েস্ট ইন্ডিজ ৮০
৯ বাংলাদেশ ৬১
১০ আফগানিস্তান ৫৫
১১ জিম্বাবুয়ে ১৬
১২ আয়ারল্যান্ড ০
বিডি প্রতিদিন/এনায়েত করিম