ত্রিদেশী সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশের নাম ঘোষণা করা হয়েছে। এই দলে রাখা হয়েছে জাতীয় দলের চারজন ক্রিকেটারকে।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচ।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা কয়েকজনের সঙ্গে সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসিন আরাফাত; ও মোহাম্মদ সাইফউদ্দিনকে প্রস্তুতি ম্যাচের দলে রেখেছে বিসিবি।
তারা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ১৩ সদস্যের দলেও রয়েছেন। আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। সিরিজের অন্য দল আফগানিস্তান।
বিসিবি একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী অনিক ও সাইফ উদ্দিন।
বিডি প্রতিদিন/কালাম