ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে জিম্বাবুয়ে। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা জিম্বাবুয়ে। দলীয় ৫৬ রানের মাথায় হারায় চারটি উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯.৩ ওভার শেষে ৫ উইকেট ৬৪ হারিয়ে রান।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে এখন এই ম্যাচ হবে ১৮ ওভারের।
বাংলাদেশের পক্ষে তাইজুল, সাইফউদ্দিন, মোস্তাফিজ ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন