জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় ফুলপুর পৌরসভা বিজয়ী হয়েছে। শুক্রবার বিকালে ময়মনসিংহের ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় ফুলপুর পৌরসভা বনাম রহিমগঞ্জ ইউনিয়নের খেলা হয়। এতে ফুলপুর পৌরসভা ৫-০ গোলে বিজয়ী হয়।
পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক, রহিমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদসহ ক্রীড়াপ্রেমী হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল