ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। আর অভিষেক ম্যাচের নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান তাইজুল। এতে করে রেকর্ড এর পাতায় স্থান করেন এই বাঁহাতি স্পিনার।
টি-টোয়েন্টির ইতিহাসে অভিষেক ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট পাওয়া ১৫তম বোলার তিনি, আর বাংলাদেশের হয়ে প্রথম।
জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই তাইজুলকে ডেকে আনেন সাকিব। আর বল হাতে নিয়ে প্রথম বলেই উইকেট তুলে নেন তাইজুল। জিম্বাবুয়ের মারমুখী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর তুলে মারতে চেয়েছিলেন এই স্পিনারকে। বল ভেসে যায় বাতাসে। টেলরের স্লগ সুইপটি ঠিক মতো ব্যাটে না লাগায় সেটি থার্ড ম্যানে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে চলে যায়।
এর আগে এই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক, এক ম্যাচে ৮ উইকেট আবার একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক উইকেট। একই দলের বিপক্ষে এর সাফল্য সত্যিই অবিশ্বাস্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন