ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন রায়ান বুর্ল।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে বৃষ্টির কারণে ১৮ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশকে ১৪৫ রান করতে হবে।
শুরুতে ব্যাটিং করতে নেমে টাইগারদের দাপুটে বোলিংয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারটি বেশ দেখেশুনে কাটিয়ে দেন ব্রেন্ডন টেলর আর হ্যামিল্টন মাসাকাদজা।
তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই অভিষিক্ত স্পিনার তাইজুল ইসলামকে ডেকে আনেন সাকিব। আর বল হাতে নিয়ে প্রথম বলেই টেলরের উইকেট তুলে নেন তাইজুল।
হ্যামিল্টন মাসাকাদজা যা একটু লড়লেন। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হয়ে জিম্বাবুয়ে অধিনায়কের বিদায়ের পর পথ হারায় জিম্বাবুয়ে ইনিংস।
এরপর সাকিবের থ্রোয়ে মারুমাকে রান আউটের শিকার বানিয়েছেন মোস্তাফিজ। আর বাকি ৪টি উইকেট ভাগ করে নিয়েছেন তাইজুল, সাইফউদ্দিন, মোস্তাফিজ ও মোসাদ্দেক। ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৬৪ রান।
৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে টেনে তোলেন রায়ান বুর্ল ও মুতোম্বুজি। বুর্ল তো রীতিমত তাণ্ডব চালিয়েছেন। বিশেষ করে সাকিবের ওভারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের শেষ ওভারে ৩০ রান তুলে নিয়েছেন তিনি। ৩ চার ও ৩ ছক্কার সহায়তায় মাত্র ২৮ বলেই তিনি তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত বুর্ল ৫৭ রানে অপরাজিত থাকেন। মুতোম্বোজি অপরাজিত থাকেন ২৭ রানে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন