ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত বল করে টাইগাররা। কিন্তু হঠাৎ জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা বেধড়ক পেটাতে থাকেন টাইগার বোলারদের।
জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রায়ান বুর্ল রীতিমত তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। বিশেষ করে সাকিবের ওভারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের শেষ ওভারে ৩০ রান তুলে নিয়েছেন তিনি। নিজের শেষ ওভারে ৩ চার ও ৩ ছক্কায় এই রান দেন সাকিব।
বিশ্বসেরা এ অলরাউন্ডার চার ওভার বল করে রান দেন ৪৯ রান। কোনো উইকেট লাভ করেননি। এই ম্যাচে সাকিবের বোলিং ইকোনোমি রেট ১২.২৫।
বৃষ্টির কারণে ১৮ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৪৫ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন