ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কয়েক দফা বৃষ্টির হানায় ম্যাচ শুরু হয় দেড় ঘণ্টা পর। বৃষ্টির কারণে ম্যাচের ইনিংসের দৈর্ঘ্য ১৮ ওভার করে হয়।
এরপর খেলা ভালোভাবেই চলতে থাকে। রাত সোয়া ৯টার দিকে ইনিংসের ১৭তম ওভারের বল করতে আসেন মুস্তাফিজ। কিন্তু বল হাতে নিতেই মিরপুর স্টেডিয়াম হঠাৎ অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ চলে যাওয়ায় দীর্ঘ আট মিনিট অপেক্ষা করতে হয়। অবশেষে আবারও জ্বলে ওঠে মিরপুরের ফ্লাড লাইট।
বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করেন ধারাভাষ্যরা। খেলা বন্ধ হয়ে যায় তাৎক্ষণিক।
একে তো বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব তার ওপর বিদ্যুৎ বিভ্রাট। কিন্তু এতোকিছুর পরেও গ্যালারি সেজে উঠে অপরূপ সৌন্দর্যে। দর্শকদের মোবাইল ফোনের বাতিগুলো জোনাকিপোকার আলোর মতো মায়াবী আভা তৈরি করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম