ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ১৮ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে গেছে টাইগাররা। ইতোমধ্যে সাজঘরে ফিরে গেছেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। দলীয় ২৬ রানে ব্যক্তিগত ১৯ রান করে দিদায় নেন লিটন। এর ১ রান পরেই দলীয় ২৭ রানের মাথায় বিদায় নেন সৌম্য। তিনি করেন ৪ রান।
এরপর দলের রান যখন ২৯, তখন পর পর বিদায় নেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ৩ বলে ১ রান করলেও মুশফিক রানের খাতা খুলতে পারেননি। ০ রানে তাকে সাজঘরে ফিরতে হয়।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ